আজকাল ওয়েবডেস্ক: এক মিনিটে ৫৭টি ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তেলঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা। তাঁর এই অভাবনীয় কীর্তি নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
প্রায়শই এরকম দুঃসাহসিক স্টান্ট করে থাকেন ক্রান্তি। এই জন্য তাঁকে ডাকা হয় 'ড্রিল ম্যান' নামেও। গিনেস-এর তরফ থেকে সমাজমাধ্যমে ক্রান্তি এই কীর্তির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সারি দিয়ে দাঁড় করানো অনেকগুলি ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি। এর পরেই জিভ দিয়ে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যান নিখুঁত ভাবে থামিয়ে দিচ্ছেন তিনি। একে একে মোট ৫৭টি।
Most electric fan blades stopped using the tongue in one minute ???? 57 by Kranthi Drillman ???????? pic.twitter.com/dsH8FULHxW
— Guinness World Records (@GWR)Tweet by @GWR
দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও। একদিনে প্রায় ৩০ লক্ষ বার ব্যবহারকারীরা দেখা ফেলেছেন ভিডিওটি। ক্রান্তির কীর্তি মুগ্ধ করেছে সকলকে। অনেকে বিশ্বাসই করতে পারছেন না এই কাজও কেউ করতে পারেন। একজন লিখেছেন, 'লোহার তৈরি জিভ নাকি।' এই রকম আরও কমেন্টে ভরে গিয়েছে ভিডিওটি।
