আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনার উদ্যোগে প্রাণ বাঁচল হিমালয়ের বাদামী ভালুক ছানার। উদ্ধারের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই যা প্রবলভাবে প্রশংসিত হয়েছে। তুষারপাত, ব্যাপক ঠাণ্ডা, সঙ্গে বন্ধুর পথ। সেখানেই বাদামী এক ভালুক ছানার মাথায় টিনের বাক্সে আঁটকে যায়। যা কোনওভাবেই খুলতে পারছিল না ভালুরকটি। ফলে আরও উত্তেজিত হয়ে পড়ে সে। ডাকাডাকি শুরু করে।  

বিষয়টি নজরে পড়ে ভারতীয় সেনার জওয়ানদের। বরফে ঢাকা রাস্তা। দুর্গম পথ। তাও কিছুটা ঝুঁকি সঙ্গী করেই সেনা জওয়ানরা ওই ভালুকের কাছে পৌঁছায়। তারপর তাকে কবজা করে সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। মাথা থেকে কাটা হয় টিনের বাক্সে। সেনার পক্ষ থেকে ওই ভালুক ছানার নাম রাখা হয় বাহাদুর। 

 

?ref_src=twsrc%5Etfw">November 24, 2024

এখানেই শেষ নয়। এরপর শীতের কবল থেকে বাঁচাতে ছোট্ট বাহাদুরকে আগুনের আঁচ দেওয়া হয়। দেওয়া হয় পেট ভর্তি খাবারও। শরীর চাঙ্গা হতেই আস্ফালন শুরু করে সে। পরে অবশ্য সেনা জওয়ানদের সঙ্গে তার কিছুটা বন্ধুত্ব হয়। শেষে ছেড়ে দেওয়া হয় বাদামী ভলুকের ছানা বাহাদুরকে।

সেনার তরফে ভালুক উদ্ধারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকে জওয়ানদের নিঃস্বার্থ কাজের প্রশংসা করেছেন, সকল জীবের প্রতি দয়া এবং করুণার একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। একজন লিখেছেন, "ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের দুর্গম উঁচু জায়গায় তাঁদের সেরাটা দিতে দেখে খুব ভালো লাগছে।" আরেকজনের মন্তব্য, "ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনী। দারুণ প্রচেষ্টার জন্য আপনাদের ধন্যবাদ।"