আজকাল ওয়েবডেস্ক:‌ জম্মু–কাশ্মীরে তুষার ঝড়ের মধ্যে থেকে উদ্ধার করা হল সেনা জওয়ান সহ ৮০ জন পর্যটককে। এটা ঘটনা, টানা ভারী তুষারপাতের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ভাদেরওয়াহ–চাটেরগালা রুটে। ১০,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত চাটেরগালা পাসে আটকে পড়েন সাধারণ মানুষ ও সেনা জওয়ানরা। এমন সঙ্কটময় পরিস্থিতিতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ব্রো সেনা (বর্ডার রোডস অর্গানাইজেশন)‌। 


গত ২৩ জানুয়ারি প্রবল তুষারপাতের জেরে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মাঠে নামে ব্রো সেনা টিম। প্রজেক্ট ‘সম্পর্ক’–এর অধীনে ৩৫ বর্ডার রোডস টাস্ক ফোর্সের ১১৮ রোড কনস্ট্রাকশন কোম্পানি ২৪ জানুয়ারি সকাল থেকেই শুরু করে তুষার পরিষ্কারের কাজ। চারপাশে কেবল বরফ আর বরফ। কোথাও কোথাও ৫ থেকে ৬ ফুট পর্যন্ত পুরু তুষারস্তূপ। 

প্রায় টানা ৪০ ঘণ্টা নিরবচ্ছিন্ন পরিশ্রমের পর প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা বরফমুক্ত করা সম্ভব হয়। ২৫ জানুয়ারি সন্ধের মধ্যে খুলে যায় বহু প্রতীক্ষিত রুট। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। নিরাপদে সরিয়ে আনা হয় ২০ জন আটকে পড়া পর্যটক এবং একই সঙ্গে ৪ রাষ্ট্রীয় রাইফেলসের ৪০ জন জওয়ানকে। 

২৬ জানুয়ারি সোমবার সাধারণতন্ত্র দিবসে‌র দিন ভোর রাতে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়। সবচেয়ে বড় স্বস্তির বিষয় এই কঠিন অভিযানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ভারতীয় সেনার উদ্যোগে আপাতত স্বাভাবিক রয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। 


এটা ঘটনা, চরম প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা ও দুর্গম ভূপ্রকৃতির মধ্যেও ভারতীয় সেনার ব্রো কর্মীদের সাহস, পেশাদারিত্ব ও নিষ্ঠা আবারও প্রমাণ করল দুর্যোগের মুহূর্তে তারা শুধু রাস্তা নয়, মানুষের জীবনও রক্ষা করে। এই সফল অভিযানের মধ্য দিয়ে আরও একবার সত্য প্রমাণিত হল ভারতীয় সেনা ও তার ব্রো বাহিনীর অঙ্গীকার।