আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এবার উদ্বেগের কারণ করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট জেএন.১। ৭ মাস পর আবারও দেশে লাফিয়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৪ জন। ২১ মে-র পর যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। তিনজনেই কেরলের বাসিন্দা।
আচমকা দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় বুধবার জরুরি বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই বৈঠকেই করোনার পরিস্থিতির বিষয়ে আগে থেকেই প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে রাজ্যগুলোকেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।