আজকাল ওয়েবডেস্ক: নয়া দিল্লির প্রগতি ময়দানে মঙ্গলবার ৪২তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচনা। এই মেলা চলবে ২৭ তারিখ পর্যন্ত। ২০২৩ সালের এই বাণিজ্য চোদ্দ দিনব্যাপী এই মেলার মূল ভাবনা বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন এবং কল্যাণে বাণিজ্যে ক্ষেত্রে আন্তঃসংযোগ ও সহযোগিতা। উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বাণিজ্য মেলার অংশীদার রাজ্য হল বিহার ও কেরালা। দেশ ও বিদেশের তিন হাজারের বেশি প্রদর্শনকারী এখানে উপস্থিত থাকবেন। আফগানিস্তান, বাংলাদেশ, ওমান, মিশর, নেপাল, সহ ১৩টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সকালে ১০টা থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। ইচ্ছুক ব্যক্তিরা মেলার টিকিট ক্রয় করতে পারবেন অনলাইনে, এছাড়া নির্দিষ্ট কয়েকটি মেট্রো স্টেশনেও মিলবে টিকিট।