আজকাল ওয়েবডেস্ক: ১৫ আগস্ট, ২০২৫। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের মতো এদিনও স্বাধীনতা দিবসের সকালে লাল কেল্লায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। দেশের উদ্দেশে স্বাধীনতা দিবসে মোদি কী বার্তা দেন, নজর ছিল সেদিকে। একই সঙ্গে জল্পনা ছিল, বার্তায় অবশ্যই থাকবে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। হল তাই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বারে বারে কড়া হুমকি, হুঁশিয়ারি এবং সাফ বার্তা দিলেন পাকিস্তানকে। 

কী কী বললেন মোদি, একনজরে-

?ref_src=twsrc%5Etfw">August 15, 2025

শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছি-

বক্তব্যে অপারেশন সিঁদুর হিরোদের প্রশস্তি করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলা প্রসঙ্গে মোদি বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয়দের ক্রোধের প্রতিফলন। শত্রুদের কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, এখনও প্রতিদিন পাকিস্তানের ঘুম বিঘ্নিত হয়। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এতটাই ব্যাপক ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা-

পহেলগাঁও হামলা পর, কীভাবে প্রত্যাঘাত, পরিকল্পনার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গে ফের এদিন মনে করান প্রধানমন্ত্রী। বলেন, ২২শে এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম এবং আমাদের বাহিনী এমন কিছু করেছে যা দশকের পর দশক ধরে কখনও ঘটেনি।

 

আরও পড়ুন: পুতিনকে চাপে ফেলতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ! খোলসা করে

 

আত্মনির্ভরতা কেবল রুপি, ডলার, পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়-

প্রধানমন্ত্রী মোদি শুক্রবার ‘আত্মনির্ভরতা’ বা আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যা সরকার দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই শব্দের অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, 'নির্ভরতা যখন অভ্যাসে পরিণত হয় তখন তা দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। তাই সর্বদা সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরতা কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড এবং ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়।'আত্মনির্ভরতার উপর আরও জোর দিয়ে তাঁর বার্তা, কোনও দেশের উপর নির্ভরশীলতা বিপজ্জনক।

রক্ত আর জল বইবে না একসঙ্গে-

?ref_src=twsrc%5Etfw">August 15, 2025

এই বার্তা আগেও দিয়েছিলেন। ভারত-পাক দ্বন্দ্বের আবহে দেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন, কোনও মূল্যেই জল আর রক্ত একসঙ্গে বইবে না। সেই একই কথা ফের শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়, স্বাধীনতাদিবসের বার্তায়। 

 

পরমাণু হুমকি বরদাস্ত নয়- পরমাণু হুমকি যে ভারত বরদাস্ত করবে না, স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেই আরও একবার স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। 

 

একই সঙ্গে মোদি এদিন তাঁর বার্তায় মনে করিয়েছেন, সন্ত্রাসবাদী এবং তাদের মদতকারী, এই দুইয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। 

 

জ্বালানিতে আত্মনির্ভরতার বার্তা- জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা। রাশিয়া-আমেরিকা, এক দেশ থেকে তেল কেনা নিয়ে যখন তোপ দাগছে আর এক দেশ, তখন প্রধানমন্ত্রীর এক বার্তা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

 

দেশের নিজস্ব ফাইটার জেট বানানোর কথাও বলেন এদিন প্রধানমন্ত্রী। 

মিশন সুদর্শন চক্র- দেশের প্রতিরকক্ষা নিয়ে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের প্রযুক্তি-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ২০৩৫ সালের মধ্যে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'সুদর্শন চক্র' নামে একটি জাতীয় সুরক্ষা ঢাল প্রস্তুত করা হবে। 

 

অনুপ্রবেশ- অনুপ্রবেশকারীরা প্রভাব ফেলে আমাদের রুজি রুটির উপরে, বললেন মোদি। অনুপ্রবেশকারীদের জন্য সীমান্তে জনবিন্যাস বদলে যাচ্ছে বলেও মত প্রধানমন্ত্রীর। 

 

দাম কম-দম বেশি- লালকেল্লা থেকে বানিজ্য বার্তা মোদির গলায়। জোর দিলেন দেশে তৈরি হওয়া পণ্যের উপর।

পরমাণু ক্ষমতা- ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা দশগুণ বৃদ্ধি পাবে দেশের। আগামী দুই দশকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দশগুণেরও বেশি বৃদ্ধি করার ভারতের লক্ষ্যের অংশ হিসেবে ১০টি নতুন পারমাণবিক চুল্লি তৈরির কাজ চলছে।

 

জিএসটি সংস্কার-এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপরেই বলেন, 'গত আট বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।'  

 

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা- বেসরকারি খাতে সরকারিও সাহায্যের জন্য এদিন বৃহৎ কর্মসংস্থার প্রকল্পের ঘোষণা করেন।

 

সমুদ্র মন্থন-এদিন মোদি বলেন, বাজেটের একটি বড় অংশ এখনও পেট্রোল, ডিজেল এবং গ্যাস আমদানিতে যায়। তিনি সৌর, হাইড্রোজেন, জল এবং পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে বৃহৎ সম্প্রসারণের পাশাপাশি সমুদ্র সম্পদ আহরণের জন্য জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন চালু করার ঘোষণা করেছেন।