আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই। কারণ বছর শেষে আরও ভয়ঙ্কর হবে লা-নিনার প্রভাব। যার জেরে হু হু করে কমবে তাপমাত্রার পারদ। কবে থেকে ভারতে তীব্র ঠান্ডার আমেজ অনুভূত হবে? অবশেষে জানাল হাওয়া অফিস। 

 

মৌসম ভবন সূত্রে খবর, দীপাবলির পরের সপ্তাহে অর্থাৎ নভেম্বরের শুরুতে ভোরে ও সন্ধেয় হালকা শীত অনুভূত হবে। কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে ১৫ নভেম্বরের পর থেকে। অক্টোবর থেকে পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত লা-নিনার তীব্রতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যার প্রভাবে চলতি বছরে তীব্র ঠান্ডায় কাঁপবে ভারত। নভেম্বরের শুরু থেকেই উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। উত্তর ভারতের সব রাজ্যেই শীত অনুভূত হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে। 

 

হাওয়া অফিস এর আগে জানিয়েছিল, দীপাবলির আগেই উত্তর ভারতে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। অক্টোবরের শেষ সপ্তাহেই ঠান্ডার আমেজ পাওয়া যাবে উত্তর ভারতে। কিন্তু ঘূর্ণিঝড় 'ডানা'র প্রভাবে আবহাওয়ার রূপবদল হয়। যার ফলে অক্টোবরের শেষেও হালকা শীতের আমেজ টের পাওয়া যায়নি। 'ডানা'র রেশ কাটতেই শুষ্ক আবহাওয়ার মরশুম ফিরবে উত্তর ভারতে। আবহাওয়াবিদদের অনুমান, চলতি বছরে শীতে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা তাপমাত্রা কম থাকবে।