আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে খানিকটা ধীরে ব্যাটিং করছে শীত। গত কয়েকদিনে তাপামাত্রা বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক ডিগ্রি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। শুক্রবার ছিল ১৮.২ ডিগ্রি। কুয়াশার চাদরে মুড়ে রয়েছে রাজ্যের একাধিক জেলা। শুধু পশ্চিমবঙ্গই নয় সিকিম, বিহার, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর সহ বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এর পাশাপাশি বিহার, হিমাচলপ্রদেশ, পাঞ্জাবে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন বাধা পেতে পারে শীত। উত্তর ভারতের কয়েকটি রাজ্যে ২৯ এবং ৩০ জানুয়ারি বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তরপ্রদেশে দৃশ্যমানতা ৫০ মিটার। অসম, উত্তর রাজস্থান, ত্রিপুরাতে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটার। পশ্চিমবঙ্গের বহু জেলা শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। বিহার, সিকিম ছাড়াও উত্তরের কয়েকটি রাজ্যে আগামী দু'দিন কুয়াশার দাপট চলবে।
উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে। আগামী দু'দিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। কাশ্মীরে এখনও জাঁকিয়ে রয়েছে শীত। বেশ কিছু এলাকায় পারদ পতন হয়েছে। শ্রীনগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। রাতের তাপমাত্রা হিমাঙ্কের ৩ থেকে ১০ ডিগ্রি নীচে থাকবে।
