আজকাল ওয়েবডেস্ক: বর্ষার আগমন নিয়ে বিরাট আপডেট দিল দেশের মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানালেন, চলতি বছরে নির্ধারিত সময়ের আগেভাগেই কেরলে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের চারদিন আগেই বর্ষার প্রবেশ। এর দিন কয়েকের মধ্যেই গোটা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে।
মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরে ২৭ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর চারদিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। ১৬ বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে দেশে। ২০০৯ সালে ২৩ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। গতবছর ৩০ মে, ২০২৩ সালে ৮ জুন, ২০২২ সালে ২৯ মে, ২০২১ সালে ৩ জুন, ২০২০ সালে পয়লা জুন, ২০১৯ সালে ৮ জুন, ২০১৮ সালে ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল।
মৌসম ভবন আরও জানিয়েছে, আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কোনও সম্পর্ক নেই। তবে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর, এই চারমাসে দেশজুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেরলে বর্ষা প্রবেশ করার আটদিন পর থেকে দেশের বিভিন্ন জায়গায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢোকে। কেরলের পর সাধারণত ৮ জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা প্রবেশ করে। দেশ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেয়।
