আজকাল ওয়েবডেস্ক :  নিরাপত্তা এবং দক্ষতাকে যদি প্রযুক্তির সঙ্গে মিলিয়ে দেওয়া যায় তাহলে তার থেকে ভাল আর কিছু হতে পারে না। ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন সরঞ্জাম তুলে দিল আইআইটি ইন্দোর। তাঁরা বিশেষ একপ্রকার জুতো তৈরি করেছে যা বিদ্যুতের তরঙ্গ তৈরি করবে। এই তরঙ্গের সাহায্যে সেই ব্যক্তির অবস্থান অতি সহজেই জানা যাবে।


প্রথম পর্যায়ে ৫ জোড়া জুতো তুলে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। যদি সঠিকভাবে কার্যকরী হয় তবে এই জুতো সব সেনার পায়ে দেখা যাবে। ইন্দোর আইআইটি-র প্রফেরসর সুহাষ যোশী বলেন, সেনাবাহিনীর দক্ষতাকে আরও বাড়িয়ে দেবে এই জুতো। প্রতিটি পদক্ষেপের সঙ্গেই এই জুতোয় নিজে থেকে বিদ্যুতের তরঙ্গ তৈরি হবে। এই বিদ্যুতের তরঙ্গ জুতোর ভিতরেই থাকবে।


এরপর জিপিএসের সাহায্যে অতি দ্রুত সেই সেনা কোথায় রয়েছে তা জানা যাবে। শুধু সেনাবাহিনীর ক্ষেত্রেই নয়, প্রবীণ নাগরিকরা কোথায় রয়েছে তা জানার ক্ষেত্রেও এই জুতো উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতেই পারে। পাশাপাশি স্কুল পড়ুয়া, পর্বতারোহীদের ক্ষেত্রেও এই জুতো ব্যবহার করা যেতে পারে। ক্রীড়া জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁদের পারফরম্যান্সও বিচার করবে এই জুতো।