আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতি হামলা নতুন ঘটনা নয়। কখনও রাজনৈতিক কারণ, কখনও ব্যক্তিগত ক্ষোভ থেকে হামলা চলে অন্যের উপর। তবে এবার পুনের যে ঘটনা ঘটেছে তাতে যেমন শিউরে উঠছে স্থানীয়রা, তেমনই কোনও কারণ খুঁজে না পেয়ে কিছুটা উদ্ভ্রান্তও।

ঘটনাস্থল পুনে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আচমকা এক আইসক্রিম দোকানের মালিক রকুল তিলেকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। বুলেট রকুলের শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনার পরেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। গুরুতর আহত রকুলের চিকিৎসা চলছে। 

তবে আচমকা এই হামলার কারণ কী? কয়েকঘন্টা পেরিয়ে গেলেও কোনও কিনারা করতে পারছে না পুলিশ। প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ অফিসার জানিয়েছেন এই গুলির কারণ স্পষ্ট না হলেও, শহরের দুজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।