আজকাল ওয়েবডেস্ক:‌ ওভারহেডের তারে ঝুলছে মানবভ্রূণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সাঝনওয়া রেলস্টেশনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। 
প্রত্যক্ষদর্শীদের কথায়, তাঁরা স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। আচমকাই তাঁদের মধ্যে কারও নজরে পড়ে ওভারহেড তারে কিছু একটা ঝুলছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় রেলপুলিশকে জানান তাঁরা।


জানা গিয়েছে, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওভারহেড তার থেকে একটি মানবভ্রূণ ঝুলছিল। সেটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে ওভারহেড তারে মানবভ্রূণ এল, তা নিয়ে রহস্য বাড়ছে। পুলিশ জানিয়েছে, স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, রেলসেতু থেকে ওই ভ্রূণ ছুড়ে ফেলতে গিয়েই সেটি তারে আটকে গিয়েছে।


পুলিশ সুপার জিতেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আশপাশের বাড়িগুলিতেও খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশের অনুমান আশপাশের কোনও বহুতল থেকে ছুড়ে ফেলা হয়েছে ভ্রূণটিকে। এছাড়া রেলের ওভারব্রিজ থেকেও ফেলা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।