আজকাল ওয়েবডেস্ক: ইদানিং কালে দিনে দিনে নতুনত্ব আসছে বিয়ের আমন্ত্রণের ধারায়, আমন্ত্রণ পত্রে। একই সঙ্গে লক্ষণীয়, বহু যুগল, দম্পতি বিয়ের আমন্ত্রণ পত্রে লিখে দেন, উপহার না আনার জন্য। কেউ কেউ আবার বলে দেন, ‘অমুক উপহার আনবেন না’, কিংবা ‘কেবল এই উপহার আনবেন’। বিয়ে এবং আমন্ত্রণ, এবার তা নিয়েই আলোচনায় বিজেপি নেতা।


বিজেপি নেতা, বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য, সম্প্রতি বিয়ে করেছেন নৃত্য এবং সঙ্গীতশিল্পী শিবশ্রী স্কন্দপ্রসাদকে। ৯ মার্চ ছিল বিবাহবাসরের অনুষ্ঠান। ঠিক তার আগে নিজের সমাজমাধ্যমে একটি বার্তা দেন তেজস্বী। কী বলেছেন তাতে তিনি?

 

?ref_src=twsrc%5Etfw">March 8, 2025

 

বিজেপি সাংসদের বার্তা, ‘বিয়েতে সকলে আসুন, কিন্তু অনুরোধ, এই দুটি উপহার আনবেন না’। কোন উপহার? তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ফুল এবং ড্রাই ফ্রুট কেউ যেন নিয়ে না যান। তার কারণও জানিয়েছেন তিনি। তেজস্বী বলছেন, ভারতে প্রতি বছর যে ১কোটিরও বেশি বিয়ে অনুষ্ঠিত হয়, তার মধ্যে ৮৫ শতাংশ বিয়ের ফুল এবং তোড়া অনুষ্ঠানের ২৪ ঘন্টার মধ্যে ফেলে দেওয়া হয়।

 

?ref_src=twsrc%5Etfw">March 6, 2025

 


বিয়ের অনুষ্ঠানে দেশে প্রতিবছর উপহার হিসেবে ৩০০,০০০ কেজি শুকনো ফল অর্থাৎ ড্রাই ফ্রুট ফেলে দেওয়া হয়। এই ধরণের তোড়া এবং শুকনো ফলের সম্ভাব্য মূল্য বার্ষিক ৩১৫ কোটি টাকা। এই হিসেব উল্লেখ করে, এই দুটি উপহার তিনি না আনার জন্য অনুরোধ জানিয়েছেন অতিথিদের।