আজকাল ওয়েবডেস্ক:‌ হোলি উপলক্ষে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?‌ এক এক রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে হোলির ছুটি। আর ক্যালেন্ডারে হোলির ছুটি হচ্ছে ১৪ মার্চ। তবে শুক্র ও শনিবারও হোলি উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


যেমন বৃহস্পতিবার ১৩ মার্চ হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা, দেহরাদুন, কানপুর, লখনউ, রাঁচি ও তিরুঅনন্তপুরম।


শুক্রবার হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেহরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা ও শ্রীনগরে।


এছাড়াও ওইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ত্রিপুরা, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরালা ও নাগাল্যান্ডে।


১৫ মার্চ আবার হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায়।

 
আর রবিবার ১৬ মার্চ গোটা দেশেই সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।