আজকাল ওয়েবডেস্ক: ভারতের চিকেনস নেক করিডোর নিয়ে বাংলাদেশের লাগাতার কটাক্ষের পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশেও এমন দুটি সংকীর্ণ করিডোর রয়েছে, যা ভারতের শিলিগুড়ি করিডোরের তুলনায় অনেক বেশি ‘ওপেন’। সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস ভারতের ‘চিকেনস নেক’ করিডোর নিয়ে মুখ খুলেছিলেন। মার্চ মাসে ইউনুস দাবি করেছিলেন, ভারতীয় উত্তর-পূর্ব রাজ্যগুলির মানুষজন একমাত্র বাংলাদেশের হাত ধরেই বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। হেমন্ত বিশ্বশর্মা রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘যারা ভারতের চিকেনস নেক নিয়ে হুমকি দেয়, তাদের মনে রাখা উচিত, বাংলাদেশেও দুটি সংকীর্ণ করিডোর আছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ’।
তিনি জানান, বাংলাদেশের প্রথম ‘চিকেনস নেক’ হল উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ-পশ্চিম গারো হিলসের মধ্যে দিয়ে ৮০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই করিডোরে কোনও ব্যাঘাত ঘটলে, রংপুর বিভাগের সঙ্গে বাংলাদেশের বাকি অংশের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তার পাশেই রয়েছে ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এটি মূলত দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হেমন্ত জানান, ‘এই করিডোর, ভারতের শিলিগুড়ি করিডোরের থেকেও ছোট। ভারতের যেমন শিলিগুড়ি করিডোর রয়েছে, তেমন আমাদের প্রতিবেশী দেশেরও দুটি সংকীর্ণ করিডোর রয়েছে’। এর আগেও অসমের মুখ্যমন্ত্রী ‘অপমানজনক এবং তীব্র নিন্দাযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।
