আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি। নিমন্ত্রিতদের উপচে পড়া ভিড় বাড়ির ছাদে। সেই চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। বিয়েবাড়িতে উদযাপনের মুহূর্তে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ছাদ ধসে আহত হয়েছেন বহু। আনন্দের মুহূর্তে ঘনালো বিষাদের ছায়া। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুতে। যে দুর্ঘটনার ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। বিয়েবাড়ির এই দুর্ঘটনায় অনেকেই গুরুতর চোট পেয়েছেন বলে জানা গেছে। 

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে চূড়া বিধানসভা এলাকার জুংগ্রা গ্রাম পঞ্চায়েতের শাহওয়া গ্রামে। বিয়েবাড়িতে ছাদ ধসে কমপক্ষে ২০ জন আহত  হয়েছেন। অনেকেই গুরুতর চোট পান। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিয়ে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়েবাড়িতে যাত্রার আয়োজন করা হয়। সেই যাত্রা দেখতেই ছাদের উপরে শতাধিক নিমন্ত্রিত জড়ো হয়েছিলেন। 

ভিডিওতে দেখা গেছে, নিমন্ত্রিতরা একসঙ্গে নাচগানে মেতেছিলেন। বাড়ির ছাদটিও মাটির তৈরি ছিল। নিমন্ত্রিতদের সেই নাচগানের সময়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। ২৫ জন ধ্বংসস্তূপে চাপা পড়েন। ২০ জন আহত হন। 

স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে তীসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনজনের শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাঁদের চাম্বা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর হাসপাতালেও আহতদের দেখতে যান। দুর্ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ। 

গত বছর সেপ্টেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। গানের অনুষ্ঠানে গিয়ে বিপত্তি ঘটে। মঞ্চের সামনে তো ভিড় ছিলই। আশেপাশের বাড়ির ছাদ, ব্যালকনি, রাস্তার অলিগলিতে শ্রোতা, দর্শকদের ঢল নেমেছিল। সেই সময়েই ঘটে যায় বিপদ। মঞ্চের অদূরেই ভেঙে পড়ে একটি টিনের শেড। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হন বহু। যাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১২ জন। 

মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছিল বিহারের সারান জেলার ছাপড়া শহরে। পুলিশ সূত্রে খবর, ছাপড়ায় মহাবীর মেলাকে কেন্দ্র করে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই মেলা এবং গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার লোকের ভিড় জমেছিল। গানের অনুষ্ঠান শুরু হতেই মঞ্চের আশেপাশে জড়ো হন কয়েকশো শ্রোতা। তাঁদের মধ্যে কয়েকজন একটি বাড়ির টিনের শেডের উপর দাঁড়িয়েছিলেন। দর্শকদের চাপে সেটি আচমকা ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, টিনের শেডে অন্ততপক্ষে শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। শেডটি ভেঙে পড়ার পর পদপিষ্টের মতো ঘটনাও ঘটে। একজনের উপর আরেকজন পড়ে যান। দৌড়ে পালাতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ১২ জন আহতের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। দুর্ঘটনার পর অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন প্রত্যক্ষদর্শীরা।