আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। কিন্তু বর্ষা না আসা পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে চলছে ভয়ানক তাপপ্রবাহ। তবে হালকা বৃষ্টি হলেও দিল্লিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। শুধু দিল্লি নয়, উত্তর প্রদেশ, বিহারেও তাপপ্রবাহ চলবে। বিহারের বক্সারে তাপমাত্রা ৪৭ ডিগ্রি পার করেছে। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা বৃদ্ধির জন্য মৌসুমী বায়ুর ধীরগতিকেই দায়ী করা হচ্ছে। তবে ১৯ জুনের পর মৌসুমী বায়ু গতি পাবে বলে আশার খবর শুনিয়েছে হাওয়া অফিস। এরফলে দক্ষিণ ভারত জুড়ে যে তাপপ্রবাহ চলছে তার অবসান হবে। মোটের উপর সব ঠিক থাকলে দিল্লিতে ২৭ জুনই বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
