আজকাল ওয়েবডেস্ক : ফের একবার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার জয় নিশ্চিত হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে নিজের বন্ধু বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমার বন্ধুকে মন থেকে শুভেচ্ছা জানালাম এই ঐতিহাসিক জয়ের জন্য। তিনি আরও লেখেন, এর আগেও তুমি নিজের কার্যকাল সফলতার সঙ্গে কাটিয়েছিলে। ফের একবার ভারত-আমেরিকার সম্পর্ক যাতে দৃঢ় হয় সেদিকেই দুই দেশের নজর থাকবে। বিশ্বশান্তি এবং নিজেদের মানুষদের জন্য ভাল কিছু করার চেষ্টা আমাদের দুজনের মধ্যেই থাকবে।

 

?ref_src=twsrc%5Etfw">November 6, 2024

প্রসঙ্গত, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। কমলা হ্যারিসের সামনে ইতিহাস তৈরির সুযোগ ছিল। ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। জানা গিয়েছে, মোন্টানা, ইডাহো, উটাহ, উওমিং, নর্থ এবং সাউথ ডাকাটো, নেব্রাস্কা, কানসাস, ওকলাহোমা, টেক্সাস, মিসৌরি, আইওয়া, আরকানসাস, লুইজ়িয়ানা, মিসিসিপি, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহিয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা, জর্জিয়া।

 

এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ট্রাম্পের। মার্কিন মুলুকে যখন ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন তখন তাকে হাউডি মোদি অনুষ্ঠানে বিশেষ সম্মান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প যখন এদেশে আসেন তখন ভারতের পক্ষ থেকে নমেস্তে ট্রাম্প নামেও একটু অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে ট্রাম্পকে সম্মান জানিয়েছিল ভারত। উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর ফের ভারত–মার্কিন সম্পর্ক ফের নতুন মাত্রা পাবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।