আজকাল ওয়েববেস্ক: স্বাস্থ্যবিমার নিয়মে আমূল পরিবর্তন। এবার থেকে বয়সে আর বাধা নেই। বিমা নিয়ন্ত্রক সংস্থা - আইআরডিএআই স্বাস্থ্যবিমা ক্ষেত্রে বয়সসীমা নীতি শিথিল করার সিদ্ধান্তের ঘোষণা করেছে। চলতি নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার উর্ধ্বে কোনও ব্যক্তি নতুন করে স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন না। কিন্তু গত পয়লা এপ্রিল থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সসীমার ব্যক্তিরাও নতুন স্বাস্থ্য বিমা করাতে পারবেন।