আজকাল ওয়েবডেস্ক : এবার প্রতি ঘরে হবে লাখপতি। ভারতের সবচেয়ে বড় ঋণদাতা রাষ্ট্রীয় ব্যাঙ্ক তার জমা বৃদ্ধির জন্য একটি তিন-সিঁড়ির কৌশল তৈরি করেছে।প্রথমত, এটি একটি আকর্ষণীয় পণ্য যা গ্রাহকদের তাদের জমা একলাখ টাকায় পরিণত করতে সহায়তা করার মাধ্যমে একলাখপতি করার প্রতিশ্রুতি দেয়, যা রেকারিং ডিপোজিট স্কিমের মাধ্যমে সম্ভব।
এসবিআই চেয়ারম্যান সি এস শেটি বলেছেন, “আরডি হল আসল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।” “আগে, মানুষ জানতে চাইতো তাদের জমা কখন দ্বিগুণ হবে। আমরা যে পণ্যটি নিয়ে কাজ করছি তা হল হার ঘর লাখপতি — যার লক্ষ্য হল আরডি এর মাধ্যমে একলাখ টাকা সঞ্চয় করা। আমরা লক্ষ্যভিত্তিক জমা তৈরি করতে চাই।
দ্বিতীয় পণ্য যা SBI তৈরি করছে, তা গ্রাহকদের নির্দিষ্ট আমানত থেকে অর্জিত সুদের একটি অংশ মিউচুয়াল ফান্ডে এবং অন্য একটি অংশ পেনশন কর্পাস তৈরি করার জন্য বরাদ্দ করার অপশন দেয়। শেটি বলেন, কেউ যদি আমাদের কাছে একটি ফিক্সড ডিপোজিট করেন , তাহলে কিভাবে আমরা FD, RD, SIP, এবং ন্যাশনাল পেনশন সিস্টেমকে একত্রিত করতে পারি?”
এসবিআই এই মাসেই উভয় স্কিম চালু করার পরিকল্পনা করছে। সেপ্টেম্বরের শেষে এর জমার পরিমাণ ছিল ৫১ ট্রিলিয়ন টাকা, যা এখন প্রায় ৫২ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে।
বর্তমান অর্থবছরের প্রথম ছয় মাসে এসবিআই প্রায় ২ ট্রিলিয়ন টাকা জমা সংগ্রহ করেছে, কিন্তু বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশের নিচে রয়েছে। গত দুই বছরে ব্যাঙ্কের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সঞ্চয়কারীরা ক্রমশ শেয়ার বাজার এবং বিকল্প বিনিয়োগের দিকে ঝুঁকছে।
এছাড়া, জমা বৃদ্ধির হার ঋণ বৃদ্ধির তুলনায় পিছিয়ে পড়েছে, যার ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঋণদাতাদের নতুন নতুন স্কিম তৈরি করার পরামর্শ দিয়েছে।
এপ্রিল-নভেম্বর পর্যন্ত এর সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর ১৫ তারিখের অর্ধমাসে জমার বার্ষিক বৃদ্ধির হার ছিল ১১.২ শতাংশ, যা ঋণের বৃদ্ধির হার ছিল ১১.১ শতাংশ। তাই এখন প্রতি ঘরে লাখপতি হতে আর কোনও বাধা নেই।
