আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই তুমুল মারামারি, তাও আবার দুই শিক্ষকের মধ্যে! প্রধান শিক্ষক মারলেন তাঁরই সহকর্মী বিজ্ঞানের শিক্ষককে। এক-দু'বার নয়। ২৫ সেকেন্ডে ১৮ বার থাপ্পড় মেরেছেন প্রধান শিক্ষক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই থাপ্পর মারার দৃশ্য। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের ভারুচ জেলার নবযুগ স্কুলে। নক্কারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা স্কুল বিভাগ।
ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একটি ঘরের মধ্যে প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর তাঁর হকর্মীদের সঙ্গে বসেছিলেন। সেখানে ছিলেন বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পারমারও। হাই দেখা যায়, প্রদান শিক্ষক দ্রুত বেগে উঠে গিয়ে রাজেন্দ্র পারমারকে টেনে হিঁচড়ে মারছেন। শুরুতেই মাটিতে পড়ে যান রাজেন্দ্র। কিন্তু ছাড়ার পাত্র নন প্রধান শিক্ষক হিতেন্দ্রও। মাটিতে পড়ে যাওয়া রাজেন্দ্রকেই বেধরক মারছেন তিনি। অন্যান্য শিক্ষকরা হিতেন্দ্রকে শান্ত করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। শেষে প্রদান শিক্ষক গহিতেন্দ্র সিং ঠাকুর ফের নিজের চেয়ারে এসে বসে পড়েন।
কেন এই দ্বন্দ্ব? হিতেন্দ্র ও রাজেন্দ্র উভয়ই একে অপরকে দুষছেন। প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর তাঁর সহকর্মী রাজেন্দ্র, পারমারের বিরুদ্ধে ক্লাসে খারাপ আচরণ এবং পড়ুয়াদের মৌখিক নির্যাতনের অভিযোগ করেছেন। পাল্টা বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পারমারও অভিযোগ করেছেন যে, স্কুলের সব শিক্ষকদের নিয়ে একটি সভা চলছিল, তার মাঝেই প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর রাগের বশে তাঁকে দৈহিক আক্রমণ করেন।
শিক্ষকদের বৈঠক চলাকালীনই হিতেন্দ্র ও রাজেন্দ্র একে অপরকে নিশানা করেন। পারমার দাবি করেন যে, ঠাকুর ছাত্রদের তার পা ম্যাসাজ করাতেন, অন্যদিকে ঠাকুর অভিযোগ করেন যে পারমার ছাত্রদের তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, জেলা শিক্ষা আধিকারিক স্বাতিবা রাউল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কোনও ব্যবস্থা নেওয়ার আগে একজন শিক্ষা পরিদর্শক ঘটনার রিপোর্ট জমা দেবেন।
Gujarat principal caught slapping teacher 18 times over class complaints#Gujarat #school #incident #ITDigital pic.twitter.com/yIMifpTUnV
— IndiaToday (@IndiaToday)Tweet by @IndiaToday
