আজকাল ওয়েবডেস্ক: স্থুলকায় যুবক। মাঝে মাঝেই তাঁর চেহারা নিয়ে মজা করে থাকেন অনেকেই। তবে অতিথিরা তাঁকে 'ফ্যাট শেম' করতেই, একেবারে রেগে লাল যুবক নিলেন চরম পদক্ষেপ। ধাওয়া করলেন বন্দুক নিয়ে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, ঘটনা বৃহস্পতিবারের। উত্তরপ্রদেশের ওই যুবক একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের মাঝে অতিথিদের কটাক্ষে বিরক্ত হয়ে পড়েন। দু’ জনের উপর গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে যুবককে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, দিনকয়েক আগে অর্জুন চৌহ্বান নামের ওই যুবক তাঁর কাকার সঙ্গে হাজির হয়েছিল নিজেদের গোষ্ঠীর একটি অনুষ্ঠানে। মন্দিরের অনতিদূরে ওই অনুষ্ঠানে হাজির থাকা অপর দুই ব্যক্তি, অনিল এবং শুভম বারাবার তাঁর শারীরিক গঠন, দৈহিক ওজন নিয়ে কটাক্ষ করছিলেন বলে অভিযোগ।
অনুষ্ঠানের পরেই অর্জুন এবং তাঁর বন্ধু মিলে মাঝরাস্তায় আত্মীয়দের ধাওয়া করেন। হাইওয়েতে ধাওয়া করে, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে গুলি করেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ দু’ জনকে স্থানীয় হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার বিচারে জেলা হাসপাতালে নিয়ে যয়ায়া হয়। সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানিয়েছে, আহত দু’ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। জখম শুভমের বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
