আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কে জড়ানোর পরেই আরও সুন্দর হয়ে উঠলেন যুবক। সকলেই তাঁকে তাঁর সৌন্দর্যের রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তখন চুপ থাকতেন ওই যুবক। অবশেষে প্রি ওয়েডিং-এর দিন সেই রহস্য প্রকাশ্যে আনলেন যুবক। তাও আবার পিপিটি প্রেসেন্টেশন ব্যবহার করে। রহস্যটি বলার সময় বারবার বাগদত্তাকে ক্রেডিট দিচ্ছিলেন যুবক। কী এমন করেছিলেন তাঁর বাগদত্তা যে তিনি আচমকাই সুন্দর উঠেছিলেন? জেনে নিন…
বর্তমানে অনলাইনে জনপ্রিয়তা পেতে অধিকাংশ যুগলই তাঁদের বিয়েতে কিংবা প্রি ওয়েডিং অনুষ্ঠানে এমন কিছু করেন যা সকলকে চমকে দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিওয়েডিং এর দিনই সকলকে যুবক তাঁর সৌন্দর্যের রহস্য জানালেন। আবার কৃতিত্ব দিয়েছিলেন নিজের হবু স্ত্রীকে। সেই মুহূর্তের ভিডিও করে যুবক তা আবার নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
রহস্যটি বলার সময় তা আরও আকর্ষণীয় করার জন্য যুবক একটি বিশেষ প্রেসেন্টেশন তৈরি করেছিলেন। বক্তব্য রাখার সময় প্রেসেন্টেশনটি চালিয়ে আসলে রহস্য কী তা ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন ওই যুবক।
বক্তব্যের শুরুতেই তিনি তাঁর বাগদত্তার প্রশংসা করে বলেছিলেন, ‘যে আজকের বিশেষ দিনে তোমায় খুব সুন্দর লাগছে। আমি খুবই ভাগ্যবান, কয়েকদিনের মধ্যেই তোমাকে নিজের জীবনসঙ্গী হিসাবে পাবে।’ এরপরে তিনি আসল রহস্যটি বলতে শুরু করেন। যুবক জানান, তাঁর বাগদত্তা পূজা একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তাঁর পরামর্শেই তিনি দিন দিন সুন্দর হয়ে উঠছেন। এরপরই স্লাইডে তিনি একটি মুখে মাখার ক্রিম দেখিয়ে বলেন, পূজার সঙ্গে দেখা হওয়ার আগে তিনি শুধুমাত্র এই ক্রিমটি ব্যবহার করতেন। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে পূজা তাঁকে নানা রকমের ত্বক পরিচর্যার প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দিতেন। সেগুলি ব্যবহারের ফলস্বরূপ তিনি এই লাবণ্যময় ত্বক পেয়েছেন। সেই প্রোডাক্টর ছবিগুলিও তিনি দেখিয়েছিলেন।তাঁর এই কাণ্ড নেটিজেনদের মন কেড়েছে।
