আজকাল ওয়েবডেস্কঃ ৬০০ লোক না  খাওয়াতে পারার দায়ে নির্ধারিত দিনের কয়েকদিন আগেই ভেঙে গেল বিয়ে। তাতেই হা হুতাশ কনের পরিবারের। কাঠগোড়ায় পাত্রপক্ষ। 

সামনেই মেয়ের বিয়ে। জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। আচমকাই ঠিক হওয়া  বিয়ে থেকে সরে দাঁড়াল পাত্র। কারণ যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না কনেপক্ষের। যৌতুক হিসাবে বরপক্ষের দাবি, বিয়ের সমস্ত খরচ বহন করতে হবে কনের পরিবারকে। বিয়ে ঠিক হওয়ার সময় যদিও দুপক্ষ নিজেরা নিজেদের খরচ বহন করবে বলে চুক্তি হয়েছিল। কিন্তু কিছুদিন যেতেই বর পক্ষের মত পাল্টে যায়।বিয়ের সমস্ত খরচের বোঝা কনের পরিবারের ঘাড়ে তুলে দিতে চান তাঁরা। আর্থিকভাবে মসৃন না হওয়ায়, বরপক্ষের দাবি মেটানো সম্ভব নয় বলে বিয়ের কদিন আগেই স্পষ্ট করে দিয়েছিল কনের পরিবার। তারপরেই বিয়ে থেকে পিছু হটে যায় পাত্র।

 কনের পরিবারকে ফোন মারফত জানিয়ে দেওয়া হয় ৬০০ লোক খাওয়ানো সম্ভব না হলে পাত্র বিয়ের পিড়িতে বসবেন না। পাত্রের সেই কথাও প্রমাণ হিসাবে রেকর্ড করে রাখেন পাত্রীর ভাই। প্রয়োজনে তা ব্যবহার করবেন বলেও জানান। গোটা ঘটনা সম্পর্কে পাত্রীর ভাই সমাজমাধ্যমে পোস্ট করে জানান। হবু কনের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় চিন্তায় পরেন তাঁর পরিবার। এমনকি কান্নায় ভেঙে পরেছেন কনে।

পাত্রের আর্থিক অবস্থা সম্পর্কে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, যারা নিজেরাই দরিদ্র তাঁরা কীভাবে অন্যের কাছে পণ চান?