আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের অমৃতসরের খাণ্ডওয়ালায় একটি মন্দিরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে শনিবার ভোর রাতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুই মোটরসাইকেল আরোহী থাকুরদ্বারা মন্দিরের সামনে এসে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। হামলার সময় মন্দিরের ভেতরে থাকা পুরোহিত অক্ষত থাকলেও, বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। হামলার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইক আরোহীরা একটি পতাকা নিয়ে এসছিল।
অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত ভুল্লার জানিয়েছেন, এই হামলায় পাকিস্তানের যোগসূত্র থাকতে পারে। তিনি বলেন, “পাকিস্তান মাঝে মাঝে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে থাকে। আমরা তদন্ত করছি এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” বিস্ফোরকের ধরন এখনও নিশ্চিত করা যায়নি, তবে পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, “পাঞ্জাবকে অস্থির করতে কিছু দুষ্ট চক্র মাঝেমধ্যে এই ধরনের চেষ্টা করে। এমনকি মাদকও এর অংশ। তবে পাঞ্জাব পুলিশ সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই গ্রেনেড হামলাকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত জোরদার করেছে।
