আজকাল ওয়েবডেস্ক: নিট ও নেট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল দেশ। এর মাঝেই অপসারিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান। শনিবার রাতে এই কড়া পদক্ষেপ নিল মোদি সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিংহ খারোলাকে। তিনি ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন।
নিট ও নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে পরীক্ষার্থী থেকে শুরু করে বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছেন। এনটিএ প্রধানের অপসারণের দাবিতে সোচ্চার হন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এরপর আজ রাতেই প্রধানকে অপসারণ করা হল।
শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর সংস্কারের জন্য ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ৭ সদস্যের কমিটিতে রয়েছেন দিল্লি এমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেয়িরা, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামূর্তি কে, কর্মদ্যোগী ভারতের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ বনশল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্টস অদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল।