আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনা। ভোর রাতে ধাক্কা দুই ট্রেনের। তবে যাত্রীবাহী না হয়ে মালগাড়ি হওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রবিবার ভোর ৪টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ফতেগড় সাহি জেলায় দিল্লি-অমৃতসর লাইনে দুটি মালগাড়ির ধাক্কা হয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল, একটি মালগাড়ি অপর মালগাড়ির উপর উঠে যায়। সূত্রের খবর, দুটি মালগাড়িই আম্বালার দিক থেকে আসছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই চালক, তাঁদের ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, শারীরিক অবস্থার বিচারে রাজেন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে।