আজকাল ওয়েবডেস্ক: স্টার্টআপ জগতে নিরাশার আবহে এক টুকরো উষ্ণতা নিয়ে এল ইনফো এজ (ইন্ডিয়া) লিমিটেড। সংস্থার শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে অনুমোদন দিলেন ১,০০০ কোটি টাকার নতুন ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠনের প্রস্তাবকে—‘ইনফো এজ ভেঞ্চারস ফান্ড থ্রি’।

নতুন ফান্ডটি পরিচালনা করবে ইনফো এজ-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি, স্মার্টওয়েব ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড। ১,২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন, যার মধ্যে ৯৯.৯৯৯৫% ভোট ছিল অনুমোদনের পক্ষে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন ইনফো এজ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং দেশের স্টার্টআপ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সঞ্জীব বিকচন্দানি। তিনি এক্স-এ  লিখেছেন, “শেয়ারহোল্ডারদের প্রায় সর্বসম্মত সমর্থনে প্রস্তাবটি পাস হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”

ইনফো এজ পূর্বেও সফলভাবে বিনিয়োগ করেছে জোমাটো ও পলিসিবাজারের মতো ইউনিকর্ন সংস্থায়। এখন তারা আবারও প্রমাণ করল—এই মন্দার মধ্যেও তারা নতুন প্রজন্মের উদ্যোগকে সমর্থন জানাতে প্রস্তুত।

ভারতের স্টার্টআপ দুনিয়ার জন্য এটি একটি বড় আশাব্যঞ্জক বার্তা—যে এখনও বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের ওপর বাজি ধরার সাহস রয়েছে।