আজকাল ওয়েবডেস্ক: ২০০ বছর ধরে ভারতের মাটিতে রাজত্ব করেছে ব্রিটিশরা। তারা এদেশ থেকে প্রচুর মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে গিয়েছে। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে কালিমালিপ্ত করতে তারা পিছনে যায়নি। তবে এটা অনেকেই জানেন না ভারতের একটি রাজ্য ছিল যেখানে কোনওদিন ব্রিটিশ রাজত্ব ছিল না। আপনার কী জানা রয়েছে। যদি সেটা না জানা থাকে তাহলে জেনে নিন।


ভারতের একটি রাজ্য এমন ছিল যেখানে ব্রিটিশরা কোনওদিন তাদের রাজত্ব করেনি। এমনকি ২০০ বছর ধরে তারা ভারতকে নিজেদের পায়ের নিচে ফেলে শাসন করলেও সেই রাজ্যকে তারা কিছুই করেনি। সেই রাজ্যের নাম হল গোয়া। যাকে ঘিরে রেখেছে আরব সাগর। সমুদ্র সৈকতের নাম মনে আসলেই যার নাম সবার আগে আসে সেটি হল গোয়া। 

 


তবে এটা প্রশ্ন থাকতে পারে কেন গোয়াতে ব্রিটিশরা রাজত্ব করেনি। এজন্য আমাদেরকে ধন্যবাদ দিতে পর্তুগীজদের। অন্যদিকে ব্রিটিশরা সুরাটে এসেছিল ১৬০৮ সালে। সেখানে তখন পর্তুগীজরা নিজেদের রাজত্ব করছিল। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতের সমুদ্র রুট আবিষ্কার করেছিলেন। তারপর সেখান থেকেই প্রচুর বিদেশিরা এদেশে এসেছেন। এরপর থেকেই গোয়া পর্তুগীজদের একটি প্রধান দুর্গ বা ঘাঁটি হিসাবে তৈরি হয়ে যায়।

 


গোয়া পর্তুগীজদের কাছে একটি বিশেষ বাণিজ্যকেন্দ্র হিসাবেও খ্যাতি লাভ করেছিল। গোটা ভারতে যখন ব্রিটিশরা নিজেদের রাজত্ব কায়েম করছে তখন তারা একবারের জন্য হলেও গোয়া নিয়ে চিন্তাভাবনা করেনি। পর্তুগীজদের কাছ থেকে গোয়াকে ছিনিয়ে নেওয়ার কোনও চেষ্টা তারা করেনি। ব্রিটিশ এবং পর্তুগীজরা বহুবার লড়াইয়ের ময়দানে নেমেছে। তবে গোয়া থেকে পর্তুগীজদের কখনও সরিয়ে ফেলেনি ব্রিটিশরা। 


ইতিহাস থেকে দেখা যায় পর্তুগীজরা ভারতে ৪০০ বছর ধরে বসবাস করেছিল। গোয়ার সভ্যতা, সংস্কৃতিতে সেই গল্প বারে বারে প্রমাণ করেছে। তবে ১৯৬১ সালে ভারতের সেনা অপারেশনের পর গোয়া স্বাধীন ভারতের অংশ হিসাবে আত্মপ্রকাশ করে। সেই থেকেই গোয়া নিজেকে আলাদাভাবে গোটা দেশের মধ্য জনপ্রিয়তা লাভ করেছে।