আজকাল ওয়েবডেস্ক :   মধ্যপ্রদেশে অল্পের জন্য বাঁচলেন এক তরুণী। হাসপাতালে তাঁর সঙ্গে বাজে ব্যবহার করে একজন। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় ওই তরুণী। খবর যায় পুলিশের কাছে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত। 

 

মাঝরাতে বাথরুম গিয়েছিল ওই তরুণী। সেখানে এসে হাজির হয় অভিযুক্ত। তবে তরুণী চিৎকার করে ওঠে। রাতে সেই সময় যারা ছিল তারা তরুণী গলার শব্দ পেয়ে সেখানে আসে। অভিযুক্ত সেখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ধরা পড়ে যায়। বেদম প্রহার করে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

 

এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালে সিসিটিভি কোনও কাজ করছিল না বলে অভিযোগ করেছে সব রোগীরা। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ উঠেছে। 

 

পুলিশ জানিয়েছে অভিযুক্ত বিরুদ্ধে পসকো ধারায় মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে যদি আর কেউ থাকে তাকেও ধরা হবে।