আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রযুক্তিনগরী হিসেবে খ্যাত হলেও, বেঙ্গালুরু বর্তমানে ট্রাফিক জ্যামের কবলে পড়ে অন্যতম ক্লান্ত শহরের প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে অফিস টাইমে বাড়ি থেকে বেরোলে গন্তব্যে পৌঁছতে কখনও কখনও দুই থেকে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এক বাসিন্দা। এক্স হ্যান্ডেলে নিজের যন্ত্রণার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বেঙ্গালুরু আর সহ্য হচ্ছে না’। ওই ব্যক্তি জানান, শহরের বেহাল পরিকাঠামো এবং প্রায় স্থায়ী হয়ে ওঠা ট্র্যাফিক ডাইভারশনের জেরে তাঁর দৈনিক যাতায়াতে বিপুল সময় নষ্ট হচ্ছে।
তাঁর কথায়, ‘এক সময় অফিস পৌঁছাতে যেখানে ৪০ মিনিট লাগত, এখন সেখানে যেতে লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট!’ একপ্রকার রাগের মাথায় এক্স হ্যান্ডেলে বিরাট পোস্ট করেছেন তিনি। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, আগামী এক বছরের মধ্যেই তিনি বেঙ্গালুরু ছেড়ে হায়দরাবাদে চলে যাবেন। তিনি লিখেছেন, ‘হায়দরাবাদে গরম পড়ে শুধু ৩ মাস, বাকি সময় বেঙ্গালুরুর মতোই ঠান্ডা থাকে। আমি আর থাকতে পারছি না এখানে’। এই পোস্ট ভাইরাল হওয়ার পর অন্যান্য নেটিজেনরাও নিজেদের একইরকম অভিজ্ঞতা শেয়ার করতে থাকেন।
কেউ লিখেছেন, ‘আমার ৭ কিলোমিটার যেতে ২ ঘণ্টা সময় লেগেছে। এইচ-এস-আর থেকে ইকোওয়ার্ল্ড যাওয়ার রুটের কথা ছেড়েই দিলাম’। আরেকজন জানান, ‘হায়দরাবাদে ট্র্যাফিক তুলনামূলকভাবে কম হলেও, পুরো সুবিধা পেতে হলে শহরের পশ্চিম অংশে থাকতে হবে, আর সেখানকার খরচ অনেক বেশি’। সম্প্রতি, একসময় ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামে পরিচিত বেঙ্গালুরু বর্তমানে চরম যানজটের শিকার। শহরের জনসংখ্যা বর্তমানে ১.৩ কোটির বেশি। পাশাপাশি, প্রচুর পরিমাণে আইটি সেক্টর থাকার কারণে বাইরের রাজ্য থেকেও প্রচুর মানুষ বেঙ্গালুরুতে থাকেন। অন্যতম আইটি হাব হওয়ার কারণে প্রতিদিন রাস্তায় নামে লক্ষ লক্ষ গাড়ি।
সংকীর্ণ রাস্তা, অপর্যাপ্ত গণপরিবহণ এবং চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প সব মিলিয়ে দৈনন্দিন যাতায়াত এক বিভীষিকা হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। যদিও মেট্রো সম্প্রসারণ, ট্রাফিক অ্যাপ, ও নানা ট্র্যাফিক ম্যানেজমেন্ট পদ্ধতি চালু হয়েছে, কিন্তু অপরিকল্পিত নগরায়ন এবং অতিরিক্ত গাড়ির চাপে কোনও ব্যবস্থাই দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। ফলে, বেঙ্গালুরুর ক্রমবর্ধমান সমস্যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে অভিযোগের ঢল। প্রযুক্তি কর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রী, বহু মানুষ জানাচ্ছেন, ট্র্যাফিকের কারণে জীবনের গতি থমকে যাচ্ছে। অফিস যাওয়া, স্কুলে পৌঁছানো, এমনকি হাসপাতালে পৌঁছানোও হয়ে উঠছে এক চ্যালেঞ্জ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখন বেঙ্গালুরু ছেড়ে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। আর এই প্রবণতা যদি বাড়ে, তবে দেশের অন্যতম বড় আইটি হাবের ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
