আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো ইউপিএসসি ফলের কাগজ হাতে নিয়ে প্রশিক্ষণের জন্য লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক অ্যাকাডেমিতে হাজির হওয়া এক যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের এই ঘটনায় প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়ে যে ওই যুবক নিজেই একটি প্রতারণা চক্রের শিকার।
পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের সারন জেলার বাসিন্দা পুষ্পেশ সিং নামে ওই যুবক বর্তমানে গুরগাঁওয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তিনি এলবিএসএনএএ-তে পৌঁছন তাঁর বাবা-মা ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে। এরপর দাবি করেন যে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়েছেন এবং প্রশিক্ষণে যোগ দিতে এসেছেন।
অ্যাকাডেমি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাঁর কাগজপত্র যাচাই করতে গেলে সন্দেহ তৈরি হয়। প্রাথমিক যাচাইয়েই স্পষ্ট হয় যে ইউপিএসসি-র ফলাফলটি জাল। সঙ্গে সঙ্গেই এলবিএসএনএএ প্রশাসন মুসৌরির পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে সিনিয়র পুলিশ আধিকারিকরা অ্যাকাডেমি চত্বরে পৌঁছন। পাশাপাশি মুসৌরির লোকাল ইন্টেলিজেন্স ইউনিট এবং ইন্টেলিজেন্স ব্যুরোর একটি দলকেও ডাকা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুষ্পেশ সিং পুলিশকে জানান, তিনি আসলে একটি প্রতারণার শিকার হয়েছেন।
পুলিশি বয়ান অনুযায়ী, গুরগাঁওয়ে কাজ করার সময় পুষ্পেশের সঙ্গে কয়েকজনের পরিচয় হয়, যারা তাঁকে ইউপিএসসি পরীক্ষা ও ইন্টারভিউ ‘ম্যানেজ’ করে দেওয়ার আশ্বাস দেয়। এই প্রলোভনে পড়ে তিনি নগদ ১৩ হাজার টাকা এবং ইউপিআই-এর মাধ্যমে ১৪,৫৬৪ টাকা দুই দফায় দেন। পরে তদন্তে জানা যায়, পুরো বিষয়টিই ছিল ভুয়ো।
পুষ্পেশ দাবি করেন, কিছুদিন পর হোয়াটসঅ্যাপে তিনি একটি তথাকথিত নির্বাচনের ফল পান। সেখানে লেখা ছিল যে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তাঁকে প্রশিক্ষণের জন্য এলবিএসএনএএ-তে রিপোর্ট করতে বলা হয়। সেই কথাকে সত্যি ধরে তিনি মুসৌরিতে পৌঁছে যান।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশের তরফে তাৎক্ষণিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পরে মামলাটি তদন্তের জন্য গুরগাঁও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ এখন এই প্রতারণার সঙ্গে যুক্ত চক্রের সন্ধানে তল্লাশি শুরু করেছে। কীভাবে ভুয়ো ইউপিএসসি ফল তৈরি হল, কারা এর নেপথ্যে রয়েছে এবং আরও কেউ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আবারও চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে সক্রিয় জালিয়াতি চক্রের বিপদের কথা সামনে আনল।
