আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোরবেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন যাত্রী। আহত আরও ৩০ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে হোলালকেরে শহরের কাছে। বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্নায় যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের ৮ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, প্রায়শই ওই রাস্তায় দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারান বহু মানুষ। তারপরও পুলিশ কোনও পদক্ষেপ করে না।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে হোলালকেরে শহরের কাছে। বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্নায় যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের ৮ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, প্রায়শই ওই রাস্তায় দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারান বহু মানুষ। তারপরও পুলিশ কোনও পদক্ষেপ করে না।
