আজকাল ওয়েবডেস্ক: গুজরাটে সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুজাফফরনগরে এই দু্র্ঘটনা ঘটে। খাতিমা-পানিপথ মহাসড়কে ফ্লাইওভার থেকে একটি গাড়ি পড়ে গিয়ে গুজরাটের ৪ তীর্থযাত্রী নিহত হন।  আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গুজরাটের মুজাফফরনগর জেলায় সোমবার ঘটে এই দু্র্ঘটনা। রামপুর তিরহার কাছে এক ফ্লাইওভার দিয়ে গাড়িতে করে কিছু যাত্রী কেদারনাথ যাচ্ছিলেন। হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তৎক্ষণাৎ গাড়িটি ফ্লাইওভার থেকে নীচের মাঠে পড়ে যায়। ফলস্বরূপ ৪ জন তীর্থযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরও ১ জন গুরুতর আহত৷ জানাজানি হতেই পুলিশ পৌঁছয় দুর্ঘটনাস্থলে৷ 

পুলিশ সূত্রে খবর, নিহতদের শনাক্ত করা গিয়েছে৷ ভরত (২২), অমিত (২৪), করণ (২৬) এবং বিপুল (২১)। এঁরা সকলেই গুজরাটের গান্ধীনগরের তারাপুরের বাসিন্দা। পঞ্চম যাত্রী গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ কর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পড়ে যাওয়ার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছেও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।