আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বাঙালিদের দোল উৎসব। শনিবার দেশজুড়ে পালিত হবে হোলি। তার আগে সাধারণ মানুষকে বিশেষ উপহার দিল পূর্ব রেল। হোলি এবং দোলযাত্রা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে উদযাপন করার সেরা সময়। উৎসব উপলক্ষে প্রচুর মানুষ ছুটিতে বাড়ি ফেরেন, কেউ বা পরিবার নিয়ে ঘুরতে যান। ফলে, বেড়ে যায় টিকিটের চাহিদা। সে কারণেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেল। নিয়মিত ট্রেন পরিষেবার পাশাপাশি, পূর্ব রেল বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের উদ্দেশ্যে চালু করেছে হোলি স্পেশাল ট্রেন।
যাঁরা নির্ধারিত ট্রেনের কনফার্ম টিকিট পাননি, তাঁরা এই বিশেষ পরিষেবার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন বলে জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে মোট ১৮টি হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনগুলি আপ এবং ডাউন মিলিয়ে মোট ৮৬ বার যাতায়াত করবে। শিয়ালদা - নিউ জলপাইগুড়ি: ৪ বার, মালদা টাউন - চার্লাপল্লী: ২ বার, হাওড়া - আনন্দ বিহার টার্মিনাল: ১৮ বার, মালদা টাউন - উদনা: ৪ বার, কলকাতা - পুরী: ৬ বার, মালদা টাউন - পুনে: ২ বার।
মালদা টাউন - আনন্দ বিহার টার্মিনাল: ২ বার, মালদা টাউন - দিল্লি: ৪ বার, হাওড়া - রক্সৌল: ৬ বার, শিয়ালদহ - গোরখপুর: ৬ বার, কলকাতা - পাটনা: ২ বার, কলকাতা - জয়নগর: ২ বার, হাওড়া - খাটিপুরা: ৪ বার, হাওড়া - নিউ জলপাইগুড়ি: ৪ বার, কলকাতা - লালকুয়ান: ৬ বার, কলকাতা - কানপুর সেন্ট্রাল: ১৪ বার। এছাড়াও, দুটি অসংরক্ষিত হোলি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে আসানসোল-পাটনা এবং আসানসোল গোরক্ষপুর। গত ৬ মার্চ থেকে হোলি স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হয়ে গিয়েছে যা চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।
