অনেক মানুষকে বাইরে থেকে শান্ত, গম্ভীর বা নির্লিপ্ত মনে হলেও ভেতরে ভেতরে তারা ভীষণ রোমান্টিক হন। তারা ভালবাসেন গভীরভাবে, সম্পর্ককে গুরুত্ব দেন, সঙ্গীর জন্য ভাবেন-কিন্তু মনের কথাটা মুখে এনে বলতে পারেন না।
2
9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু রাশি আছে, যাদের আবেগ প্রবল হলেও অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করেন। তাদের প্রেম বোঝা যায় কথায় নয়, কাজ আর আচরণে।
3
9
জ্যোতিষ মতে, এই ধরনের মানুষেরা মনে করেন, ভালবাসা দেখানোর জন্য বড় বড় কথা বা প্রকাশ্য আবেগের প্রয়োজন নেই। নিঃশব্দে প্রিয় মানুষের প্রতি যত্ন, পাশে থাকা আর দায়িত্ব নেওয়াই প্রেমের আসল ভাষা।
4
9
তাহলে এই তালিকায় কোন কোন রাশি আছে, জেনে নিন-
5
9
কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকারা খুব হিসেবি ও বিশ্লেষণধর্মী মানুষ। তারা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন। প্রেমের ক্ষেত্রেও তারা খুব ভেবেচিন্তে এগোন। নিজের অনুভূতি প্রকাশ করার আগে তারা ভাবেন-'এটা বলা ঠিক হবে তো? ভুল বোঝাবুঝি হবে না তো?' এই অতিরিক্ত ভাবনার কারণেই তারা মনের কথা চেপে রাখেন। তবে সঙ্গীর ছোট ছোট প্রয়োজন খেয়াল রাখা, সাহায্য করা-এই সবের মধ্যেই তাদের ভালবাসা লুকিয়ে থাকে।
6
9
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশি সবচেয়ে গভীর আবেগের রাশি। তারা খুব সহজে কাউকে বিশ্বাস করেন না। ভালবাসলেও সেটা প্রকাশ করতে সময় নেন। অনুভূতি প্রকাশ করলে যদি আঘাত পান, এই ভয়ে তারা পিছিয়ে আসেন! তাই তারা মুখে না বললেও চোখে চোখে, আচরণে আর সঙ্গীর প্রতি গভীর টান দিয়ে নিজের প্রেম বুঝিয়ে দেন।
7
9
মকরঃ মকর রাশির মানুষ অত্যন্ত বাস্তববাদী ও দায়িত্বশীল। তারা প্রেমে পড়লেও তা ব্যক্তিগত পরিসরে রাখতে ভালবাসেন। আবেগপ্রবণ কথা বলা বা রোমান্টিক আচরণ তাদের স্বভাবে নেই। তবে তারা সঙ্গীর ভবিষ্যৎ, নিরাপত্তা নিয়ে সবসময় ভাবেন। তারা বিশ্বাস করেন, কাজের মাধ্যমেই ভালবাসা বোঝানো যায়। তাই সরাসরি 'আমি তোমাকে ভালবাসি' বলা তাদের পক্ষে কঠিন।
8
9
মীনঃ মীন রাশির মানুষ খুব সংবেদনশীল ও স্বপ্নময়। তারা মনের ভেতরে প্রেমের জগৎ তৈরি করে রাখেন। কিন্তু বাস্তবে এসে সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে লজ্জা পান বা ভয় পান যে যদি কেউ তাদের আবেগকে হালকা ভাবে নেয়। তাই তারা নিজের অনুভূতি নিজের মধ্যেই লুকিয়ে রাখেন, আর ভালবাসা দেখান যত্ন আর স্নেহের মাধ্যমে।
9
9
এই চার রাশির মানুষরা কম রোমান্টিক নন, বরং বলা যায় তারা নীরব রোমান্টিক। তাদের ভালবাসা বোঝার জন্য কথা নয়, কাজের দিকে তাকালেই যথেষ্ট।