আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রাহকের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন ফুড ডেলিভারি বয়। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। গত বুধবার ওই যুবক বাড়িতে আত্মঘাতী হন। পুলিশ তাঁর ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার করে। দেখা যায় তাতে লেখা রয়েছে, মুদি সামগ্রী ডেলিভারি করতে গিয়ে এক মহিলা গ্রাহক তাঁকে কড়া ভাষায় ভৎসর্না, গালিগালাজ করেছিলেন। তাঁর ওই কথায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। এরপরই চরম সিদ্ধান্ত নেয় যুবক।

 

জানা গিয়েছে, পবিত্রান নামে ওই যুবক বি.কম পড়ুয়া ছিল। সংসারের হাল ধরতে পার্ট টাইমে ফুড ডেলিভারির কাজ করত। গত ১১ সেপ্টেম্বর ওই যুবক কোরাত্তুরে একটি বাড়িতে মুদি সামগ্রী ডেলিভারি করতে গিয়েছিল। কিন্তু রাস্তা চিনতে অসুবিধা হওয়ায়, নির্দিষ্ট সময়ের কিছুটা পরে সে পৌঁছয়। দেরি করে আসার জন্য ওই গ্রাহক তাঁকে গালমন্দ তো করেনই, অ্যাপেও তাঁর নামে অভিযোগ করেন এবং তাঁকে যেন ভবিষ্যতে আর না পাঠানো হয়, সেই আর্জি করেন। এরপরই রাগে ওই যুবক ওই মহিলার বাড়িতে পাথর ছুড়ে মারেন। একটি জানলা ভেঙে যায়। এরপর এই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর বুধবার বাড়িতে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সঙ্গে উদ্ধার হয় সুইসাইড নোট। ঘটনার তদন্ত চলছে।