আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়েই উল্টে গেল গাড়ি। গাড়ির মধ্যেই মর্মান্তিক পরিণতি পাঁচ বন্ধুর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে-সোলাপুর হাইওয়েতে।‌ পুলিশ জানিয়েছে, মহল থানার অন্তর্গত দেবদী পাতি গ্রামের কাছে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় পরেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। 

 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি পানভেল থেকে আক্কালকোটে যাচ্ছিল। পুণ্যার্থীরা সকলেই একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ওই হাইওয়ের ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সকল যাত্রীদের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। সকলেই তাঁরা বন্ধু ছিলেন। 

 

দুর্ঘটনার খবর পেয়েই মহল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। গাছে ধাক্কা লাগার পর গাড়িটি হাইওয়ে থেকে ১০-১৫ ফুট দূরের জঙ্গলে ছিটকে পড়ে যায়। দুমড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করতেও বেশ খানিকটা সময় লাগে উদ্ধারকারী দলের। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

 

গত অক্টোবরে এমন আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। মন্দির দর্শন সেরে আর বাড়ি ফেরা হয়নি। গভীর খাদে উল্টে পড়ে যাত্রীবাহী ট্রাক। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকেই মৃত্যুমিছিল। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, নন্দুরবার জেলায় যাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১৫ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

 

তালোডা থানার অন্তর্গত চান্দসৈলি ঘাট এলাকায় শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। একটি তীর্থক্ষেত্র থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল মিনি ট্রাকটি। তাতে ৪০ জন পুণ্যার্থী ছিলেন। মাঝ রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। 

 

বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্শধারকারী দল। দুর্ঘটনায় অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছিল। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছিল। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ট্রাকের চালক সহ আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং তাঁর গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছিল বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। ঘটনাটি ঘিরে এখনও তদন্ত চলছে। অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে পুণ্যার্থীরা ফিরছিলেন। এটি বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয়। মহারাষ্ট্র ও গুজরাট থেকে বহু ভক্ত এখানে আসেন। এটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। তা জানা সত্ত্বেও বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগ উঠেছিল চালকের বিরুদ্ধে।