আজকাল ওয়েবডেস্ক: শুরু অন্যান্যদিনের মতোই হয়েছিল। গন্তব্যের উদেশে যাত্রার শুরুর কিছুক্ষণেই বিপত্তি মাঝরাস্তায়। সাত সকালে ভয়াবহ পরিণতি।

 বিহারের সরণ জেলায় টায়ার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আচমকা একটি ভ্যান উল্টে যায় নয়াগাঁও এলাকার কাছে । পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। 
সূত্রের খবর, পুলিশ নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। সোমবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। গাড়িটিতে (পিক-আপ ভ্যান) সেই মুহূর্তে বেশকয়েকজন যাত্রী ছিলেন।  হঠাৎ সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা সত্ত্বেও গাড়িটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাকালে একজনের মৃত্যু হয়। বর্তমানে কমপক্ষে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনায় গাড়িচালক আহত হন। তাঁকেও হাসপাতালে রাখা হয়েছে৷ তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।