আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েকদিনের মধ্যে গ্রামে পরপর মৃত্যু। সকলেরই উপসর্গ এক। অজানা অসুখের আতঙ্কে বর্তমানে তটস্থ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধাল গ্রামের বাসিন্দারা। এ পর্যন্ত এই গ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৬। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৪৫ দিনে রাজৌরির বুধলা গ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। মৃত্যুর দিন কয়েক আগে জ্ঞান হারিয়ে ফেলেন তারা। 

 

চিকিৎসকরা আরও জানিয়েছেন, অসুস্থদের এমআরআই করানোর পর দেখা গেছে, নিউরোটক্সিন নামের তরল পদার্থ ব্রেন টিস্যুতে জমা হচ্ছে। অর্থাৎ এটি কোনও ভাইরাস, ব্যাকটেরিয়ার কারণে নয়, বরং বিষক্রিয়ার জেরেই পরপর মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু এক গ্রামে এত মানুষের বিষক্রিয়া হল কীভাবে! তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

গ্রামে অজানা অসুখ ঘিরে আতঙ্ক ছড়াতেই স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রবিবার রাজৌরিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি টিম যাবে। অসুখের কারণ খতিয়ে দেখবে তারা।