আজকাল ওয়েবডেস্ক: পেটের যন্ত্রণা সারাতে এক 'বাবা'র কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলেন বাবা-মা। তাঁর ছোঁয়াতেই নাকি সব অসুখ সেরে যায়। এমনই বিশ্বাস রয়েছে অনেকের। লোকমুখে শুনে তাঁর দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু পেটের যন্ত্রণা সারানোর বদলে সকলের সামনেই কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করলেন 'বাবা'। যা দেখেও চুপ করে রইলেন বাবা-মা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়ো চিকিৎসকের কীর্তি। যা ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। ভিডিওতে দেখা গেছে, কিশোরীর দু'পাশে তার বাবা-মা বসে আছেন। কিশোরীর সামনে রয়েছেন সেই 'বাবা'। জানা গেছে, কিশোরী দীর্ঘদিন ধরেই পেটের অসুখে ভুগছিল। পেটের যন্ত্রণায় প্রায়ই ছটফট করত। সেকারণেই 'বাবা'র কাছে তাকে নিয়ে যায় পরিবার। 

 

পেটের যন্ত্রণা সারানোর নাম করে মায়ের সামনেই কিশোরীর স্তন ছুঁয়ে দেন ওই চিকিৎসক। বারবার তার বুকের মাঝে, স্তনের উপর হাত রাখেন। অশালীন আচরণে চরম অস্বস্তিতে পড়ে কিশোরী। বারবার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন তার হাত চেপে ধরেন মা। সে অবস্থায় আবারও কিশোরীর বুকের উপর হাত রাখেন ভুয়ো চিকিৎসক। 

 

কিশোরীর অস্বস্তি দেখেও বাবা-মা কেন চুপ ছিলেন, তা দেখেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পরিবারকে 'অশিক্ষিত' বলে দাগিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার 'বাবা'র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন করেছেন।