আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগে কথা কাটাকাটি হয়েছিল। সেই পুরোনো বিবাদের জের, দিনকয়েক পরেই একদল যুবক প্রতিশোধ তুলল অপর এক যুবকের উপর। ভরা বাজারে, বোনের সামনে, কুপিয়ে খুন করা হল দাদাকে।
ঘটনাস্থল হরিয়ানার ফরিদাবাদ। দাদা অনশুল, বোন অঞ্জলি। মঙ্গলবার বাজারে গিয়েছিল তারা। আচমকা হিমাংশু মাথুর এবং রোহিত ধামা নামের দুই যুবক আরও বেশ কয়েকজনকে নিয়ে এসে চড়াও হয় অনশুলের উপর। প্রথমে লাঠি, পড়ে ছুরি দিয়ে চলে পরপর আঘাত।
অঞ্জলি যতক্ষণে দাদাকে বাঁচাতে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করছে, ততক্ষণে অন্তত ১৪বার ছুরির এলোপাথাড়ি কোপ বসেছে অনশুলের শরীরে। তেমনটাই জানিয়েছেন অঞ্জলি।
অনশুল, একাদশ শ্রেণির পড়ুয়া ছিল, শেষ হয়নি এখনও স্কুলের পাঠ। এক বন্ধু জানিয়েছে, যারা তার উপর হামলা চালিয়েছিল, তারা এলাকায় দৌরাত্ম্য, অশান্তি কায়েম রাখতে চাইত, নানা সময়ে এলাকার মেয়েদের উত্যক্ত করত। অনশুলের সঙ্গে বিবাদ হয় দিনকয়েক আগে। ওই বিবাদের জেরেই তার বন্ধুকে খুন, তেমনটাই মনে করছে সে। প্রতক্ষদর্শী, বোন অঞ্জলির অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
