আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বেপরোয়া গতির বলি এক পরিবারের ৬ সদস্য।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাপুর জেলায়। গাজিয়াবাদ থেকে নৈনিতালে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন এক পরিবারের ৬ সদস্য। দিল্লি - লখনউ ৯ নম্বর জাতীয় সড়কে আচমকা একটি দ্রুত গতির ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। এর জেরে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি কেটে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যদের খবর দিয়েছে পুলিশ।