আজকাল ওয়েবডেস্ক: ডিনারে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছিলেন সকলে। সময়মতো পৌঁছেও যান জনপ্রিয় রেস্তোরাঁয়। সকলের জন্য অর্ডার করেছিলেন বড় বাকেটের বিরিয়ানি। খাওয়ার পরেই ঘটল বিপত্তি। ভোররাতেই ছুটতে হল হাসপাতালে। সকলেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। ২৩ জুন রাতে মুরুগান ও তাঁর পরিবারের চার সদস্য গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হন। সকলেরই ঘনঘন বমি, পেট ব্যথা এবং শরীরে অস্বস্তির মতো উপসর্গ ছিল। 
জানা গেছে, হাসপাতালে ভর্তির আগেরদিন রাতে তেনকাসি জেলায় মেলাপ্পাভুর রোডের থপ্পি ভাপ্পা বিরিয়ানির আউটলেট থেকে বিরিয়ানি খেয়েছিলেন সকলে। এরপরই সকলে অসুস্থ হয়ে পড়েন। 

২২ জুন ঠিক এই রেস্তোরাঁ থেকেই বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এক পরিবারের ন'জন সদস্য। বিরিয়ানিতে বিষক্রিয়ার পরেই হাসপাতালে ভর্তি হন সকলে। দু'দিনের মধ্যে এই রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে অসুস্থ হলেন পরপর ১৩ জন। সকলেরই খাবারে বিষক্রিয়ার মতো উপসর্গ রয়েছে। ঘনঘন বমি, পেট ব্যথার মতো উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। 

শহরের নামী বিরিয়ানির রেস্তোরাঁর খাবার খেয়ে পরপর অসুস্থতার খবর আসতেই শোরগোল পড়েছে এলাকায়। খাদ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।