আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। উৎসবের মরসুমে এমনিতেই রাজ্য জুড়ে ঝড়-জলের আশঙ্কা। তবে সেই আশঙ্কা শুধু রাজ্যেই নয়, দেশের একাধিক রাজ্যে। হাওয়া অফিস বলছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। উত্তাল হবে সমুদ্র। 

দশেরায় উৎসব মাটি করবে এই বৃষ্টি? আশঙ্কা তেমনটাই। আবহাওয়া দপ্তর বলছে, ভারি থেকে অতিভারি বৃষ্টিতে ভাসবে কর্ণাটক। সে রাজ্যে চামুণ্ডা দেবী যাত্রার দ্বিতীয় দিনে প্রবল বর্ষণের আশঙ্কা। হাওয়া অফিসের মতে, ১১ অক্টোবর ঘূর্ণিঝড়ের সূত্রপাত হতে পারে, ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করতে পারে ১৬-১৭ অক্টোবর। 

যদিও দশেরার দিনে কর্ণাটকে প্রবল বর্ষণের বিষয়ে এনসিইউএম-আইএমডি একমত হয়নি। আইএমডি-র পূর্বাভাস অনুসারে ৭ অক্টোবর কর্ণাটকের অনেক জায়গায় ২০ মিমি রেঞ্জের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ১৩ অক্টোবর,  পরিমাণ বাড়বে এবং সেদিন একাধিক জায়গায় ভারি  বর্ষণের কারণে কমলা সতর্কতা জারি করা হতে পারে।  ১৪ অক্টোবর আরও বাড়বে বৃষ্টি। ১৫ অক্টোবর ভারি বর্ষণের সম্ভাবনা কর্ণাটকের পাশাপাশি মহারাষ্ট্রেও।