আজকাল ওয়েবডেস্ক: দেশে এই নজির প্রথম। ভারতের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর উত্তরসূরি সূর্য কান্তের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার এসেছিলেন রাষ্ট্রপতি ভবনে। প্রধান বিচারপতিদের জন্য বরাদ্দ সরকারি গাড়ি মার্সিডিজ-বেঞ্জে সওয়ার হয়েছিলেন তিনি। কিন্তু, শপথ অনুষ্ঠান শেষে আর সেই গাড়ি চড়লেন না বি আর গাভাই। বদলে তাঁর নিজের ব্যক্তিগত গাড়ি চড়ে রাষ্ট্রপতি ভবন ছাড়লেন। সরকারি ওই গাড়ি ছেড়ে দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে।
২৩ নভেম্বর প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন বিচারপতি বি আর গাভাই।
এ দিনের নজিরবিহীন ঘটনা সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেছেন, "শপথ অনুষ্ঠানের পরে, বিচারপতি গাভাই প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি গাড়িটি ছেড়ে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিকল্প গাড়িতে ফিরে আসেন, নিশ্চিত করেন যে তাঁর উত্তরসূরী সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সরকারি গাড়িটি ব্যবহার করতে পারবেন।"
সোমবার সকালে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সূর্য কান্তকে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। বিচারপতি সূর্য কান্ত ঈশ্বরের নামে হিন্দিতে শপথ গ্রহণ করেন।
গত ৩০শে অক্টোবর দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি প্রায় ১৫ মাস এই পদে বহাল থাকবেন। ২০২৭ সালের ৯ই ফেব্রুয়ারি ৬৫ বছর বয়সে প্রধান বিচারপতির কুর্সি ছাড়বেন বিচারপতি কান্ত।
প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই ছাড়াও দেশের ৫৩তম প্রদান বিচারপতি সূর্য কান্তের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে হাজির ছিলেন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বর্তমানে অবসরের পরও সরকারি বাংলো-সহ নানা সুযোগ সুবিধা না ছাড়ার প্রবণতা দেখা গিয়েছে আমলা ও ক্ষমতাধরদের মধ্যে। তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধান বিচারপতি গাভাইয়ের পদক্ষেপ বিরল। মনে করা হচ্ছে, বিচারপতি গাভাইয়ের এই পদক্ষেপ আসলে সেইসব আমলা, ক্ষমতাধরদেরই বার্তা।
