আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা।
ওই ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে আয়–বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিল্যান্সের আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীরা বাড়ি পৌঁছোতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৫০০ টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়রাও চমকে যান।
ভিজিল্যান্স সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে দু’কোটিরও বেশি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্রও। জানা গিয়েছে ইঞ্জিনিয়ারের ভুবনেশ্বরের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এছাড়া ওই ইঞ্জিনিয়ারের সাতটি ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন ভিজিল্যান্সের আধিকারিকরা।
সূত্রের খবর, ভুবনেশ্বর, আঙ্গুল, পিপিলিতে (পুরী) মোট সাতটি জায়গায় তল্লাশি চলছে। ভুবনেশ্বরের বাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার হয়েছে। অন্য দিকে, আঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরও একটি বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, আরও টাকা উদ্ধার হতে পারে।
শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিতে যান ভিজিল্যান্সের আট জন ডেপুটি পুলিশ সুপার, ১২ জন ইনস্পেক্টর, ছ’জন অ্যাসিস্ট্যান্ট সাব–ইনস্পেক্টর এবং আরও কয়েক জন প্রশাসনিক আধিকারিক। আঙ্গুলের ভিজিল্যান্স আদালতের বিচারকের নির্দেশেই এই তল্লাশি অভিযান।
ভিজিল্যান্স সূত্রে খবর, ওই ইঞ্জিনিয়ারের আঙ্গুলে দোতলা বাড়ি রয়েছে। একটি ফ্ল্যাট রয়েছে ভুবনেশ্বরে। পুরীর সিউলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে। সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও আঙ্গুলে ইঞ্জিনিয়ারের আত্মীয়ের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি এবং অফিসেও তল্লাশি চলছে।
