আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার আগেই মঙ্গলবার সকালে দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ের বাইরে উদযাপন শুরু হয়। কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট জম্মু ও কাশ্মীরে অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে হরিয়ানাতেও। কংগ্রেস সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে।
দেখা গিয়েছে, কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে দিল্লির অফিসের বাইরে ঢোলের তালে নাচতে শুরু করেছেন। অনেকেই বাজি ফাটিয়ে এবং শাঁখ বাজিয়ে ভোট গণনার শুরুতেই উৎসব শুরু করে দিয়েছেন। সকাল ৯:১৫ পর্যন্ত জম্মু কাশ্মীরে কংগ্রেস ৪৯টি আসনে এগিয়ে। বিজেপি ২৮টি এবং পিডিপি ৮টি আসনে এগিয়ে। অন্যদিকে, হরিয়ানায় কংগ্রেস ৫০টিরও বেশি আসনে এগিয়ে ছিল প্রথম দফার গণনায়।
বিজেপি এগিয়ে ছিল ৩৩টি আসনে। তবে রাজ্যের শাসক দল বেলা বাড়তেই লিড ধরে নিয়েছে। সকাল ১০টা পর্যন্ত গণনায় বিজেপি এগিয়ে রয়েছে ৪৮টি আসনে। কংগ্রেস এগিয়ে রযেছে ৩৭টি আসনে। এখানে গত দু’বারের বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি। এবার নির্বাচনের আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা,
মনোহরলাল খট্টররা জানিয়েছিলেন, ক্ষমতায় আসার ১০ বছর পর বিজেপির কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার চেষ্টায় আছেন তাঁরা। হুডা জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতাচ্যুত হবে এবং কংগ্রেস ৯০টি আসনের মধ্যে অন্তত ৭৫টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। বিজেপি সবসময় সত্যিকে চাপা দিয়ে চলার চেষ্টা করেছে। কেন্দ্রের শাসক দল তাদের কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি।
