আজকাল ওয়েবডেস্ক: মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ। দিনের পর দিন যৌন হেনস্থার চেষ্টা। এমনকী চেম্বারের দরজা বন্ধ করে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টাও করেন চিকিৎসক। অবশেষে চরম পদক্ষেপ করলেন ওই মহিলার স্বামী। চেম্বারে আচমকা ঢুকে চিকিৎসকের যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ বসালেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এক মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ করছিলেন ওই চিকিৎসক। প্রেমের প্রস্তাব দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্যে জোরাজুরি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চেম্বারের মধ্যে মহিলা রোগীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেও চেয়েছিলেন। বিষয়টি ঘিরে স্বামীর কাছে অভিযোগ জানান ওই মহিলা। 

 

এরপর আচমকা একদিন চিকিৎসকের চেম্বারে হামলা চালান মহিলার স্বামী ও দেওররা। চেম্বারে জিনিসপত্র ভাঙচুর করে, চিকিৎসককে মারধর করেন। হামলার মাঝে ধারাল ছুরি দিয়ে চিকিৎসকের যৌনাঙ্গে কোপ বসান‌ যুবক। সঙ্গে সঙ্গে পালিয়েও যান। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত দিল্লির এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

 

পুলিশ জানিয়েছে, চিকিৎসক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত জারি রয়েছে।