আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় রেলের সোনার সময় চলছে। নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরেই রেল পরিষেবাগুলিকে আধুনিকীকরণ এবং উন্নত করার জন্য কোনও প্রচেষ্টা বাকি রাখেনি। উন্নত টিকিট পরিষেবা থেকে শুরু করে উচ্চমানের কোচ, রেল ব্যবস্থার সংস্কারের কাজ চলছেই। কিন্তু আপনি কি জানেন ভারতে রেলের কোচগুলি কোথায় তৈরি করা হয় এবং সেটি বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানা। আসুন জেনে নেওয়া যাক।

বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানাটি তামিলনাড়ুতে অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)টি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের পারম্বুরে অবস্থিত। ১৭০টিরও বেশি ধরনের কোচ, এর মধ্যে রয়েছে বন্দে ভারত, মেট্রো, ইএমআই, ডিএমইউ, মেমু এবং অন্যান্য নানা ধরনের কোচ তৈরি হয় আইসিএফ-এ। 

২০২০ সাল থেকে প্রতি বছর ৪০০০ এরও বেশি কোচ তৈরি করছে আইসিএফ। ২০২৪ সালের জুন পর্যন্ত আইসিএফ ৭৫ হাজার রেল কোচ তৈরি করে ফেলেছে। যার মধ্যে বন্দে ভারতের কোচও রয়েছে।

আইসিএফ-এর কারখানাটি দু'টি ভাগে বিভক্ত। একটি শেল ডিভিশন এবং অপরটি ফার্নিশিং ডিভিশন। শেল ডিভিশনে ১৪টি ইউনিট রয়েছে। সেখানে ট্রেনের কোচের কাঠামো এবং ধাঁচ তৈরি হয়। কোচ তৈরির পর, এটি হুইল সেটের উপর স্থাপন করা হয়। এর পর কোচগুলি যায় ফার্নিশিং বিভাগে। সেখানে কোচের ভিতরের আসবাবপত্র, বাইরের রঙ, কোচের আলোর কাজ এবং কোচের অন্যান্য কাজ করা হয়।

১৯৫৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইসিএফ-এর উদ্বোধন করেন। খরচ হয়েছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হল প্রাচীনতম উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটি। ফার্নিশিং ডিভিশনটি ১৯৬২ সালের ২ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। 

চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে রেল কোচগুলি বিদেশেও রপ্তানি করা হয়। ১৯৬৭ সালে থাইল্যান্ডে প্রথম রপ্তানি করা হয়েছিল। এর পর থেকে আফ্রিকা এবং এশিয়ার ১৩টিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে।